বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন বলেছেন, চিকিৎসা একটি সম্মানজনক ও সেবামূলক পেশা। এ পেশার মাধ্যমে মানুষের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এবং আর্ত-মানবতার কল্যাণে কাজ করার সুযোগ হয়। তাই এ সেবার মাধ্যমেই দ্বীনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে চিকিৎসকদের আপোষহীন ভূমিকা পালনের আহবান জানান। গতকাল শুক্রবার সকাল ৯টায় ঢাকার সাভারের বাইবাইলে ঢাকা জেলার পেশাজীবী থানা আয়োজিত হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি ও পেশাজীবী থানা আমীর আসাদুজ্জামান জীমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশুলিয়া থানা আমীর বশির আহমেদ। উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ সহ শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক।
মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, জামায়াত দেশ ও জাতির মুক্তি ও কল্যাণের জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা দেশে একটি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা দেশ, দেশের মাটি ও মানুষকে ভালোবাসী। মানুষের কল্যাণ ও মুক্তিই হচ্ছে জামায়াতের রাজনীতি মূলনীতি। মূলত, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আর সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের দায়িত্ব হলো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে শৃঙ্খলা বিধান করা। আর মানুষের ক্ষমতা কোনভাবেই অসীম নয়; আল্লাহ তা’য়ালাই সর্বময় ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাত মুক্তি লাভ করতে হলে আমাদের সকলকে কুরআন-সুন্নাহর আদর্শের দিকে ফিরে আসতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠায় সকল পেশা ও শ্রেণির মানুষকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।