বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে প্রলম্বিত করা বা থামিয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ।

গতকাল দিনব্যাপী রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ফরিদপুর বিভাগের ৯০ জন প্রার্থীর সঙ্গে রুদ্ধদ্বার মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে প্রলম্বিত করা বা থামিয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ। বিভিন্ন মহল থেকে শুরু হওয়া এই ষড়যন্ত্র একমাত্র বিএনপিই রুখতে পারে। আপনারা নির্বাচনি এলাকায় গিয়ে ঘরে ঘরে প্রচার-প্রচারণা চালান। মানুষের পাশে দাঁড়ান। আট দফা ও ৩১ দফা জনগণের মধ্যে বিশদ আকারে তুলে ধরুন। এবার ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। না হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

সভা সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেবে বিএনপি। এ কার্যক্রম দু-এক দিনের মধ্যে শুরু হতে পারে বলে জানা গেছে। সূত্র জানায়, প্রতিটি আসনে এবার একজন প্রার্থীকে প্রতীক বরাদ্দের জন্য চিঠি দেওয়া হবে। দলীয় চিঠিতে স্বাক্ষর করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হঠাৎ অসুস্থ হওয়ায় কিছুটা দেরি হতে পারে। প্রার্থীরা সংশ্লিষ্ট নির্বাচনি কর্মকর্তার কার্যালয়ে দলীয় এ চিঠি জমা দিয়ে ‘ধানের শীষ’ প্রতীক পাবেন। উল্লেখ্য, বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৭৩টিতে সম্ভাব্য মনোনয়ন দিয়েছে।

জানা গেছে, ইতোমধ্যে ঘোষিত কয়েকটি আসনে ‘বিতর্কিত প্রার্থী’ পরিবর্তনের আভাস পাওয়া গেছে।