সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের খবরে বৃহস্পতিবার রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচীর ডাক দেয় হাসনাত আব্দুল্লাহ। তার ডাকে সারা দিয়ে সাধারন ছাত্র-জনতার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্রশিবির, ক্বওমী মাদরাসার ছাত্র, ইনকিলাব মঞ্চসহ অনেক সংগঠন সেখানে অবস্থান নেয়। সারা রাত সেখানে অবস্থান নেওয়ার পর আজ শুক্রবার বাদ জুমা আরও বড় কর্মসূচীর ঘোষণা দিয়েছে হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (৯ মে) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
হাসনাত তার পোস্টে লিখেছেন, বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে।’
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কারা এই কর্মসূচীতে যোগ দেবেন সেটি জানিয়ে হাসনাত লিখেন, ‘এতে অংশ নেবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবার।’
পোস্টের শেষ অংশে হাসনাত লিখেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলবে।’
এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কোন আশ্বাসে কাজ হবে না। লড়াই চলবে।’