বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, মিয়ানমারের সাথে সীমান্ত জনপদ হিসেবে উখিয়া - টেকনাফ বিশ্বময় পরিচিত। রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়স্থল হওয়ায় এই জনপদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্বের শান্তিকামী মানুষের কাছে গুরুত্বপূর্ণ। দেশ এবং বিদেশে অত্যধিক গুরুত্ববহ জনপদের নিরাপত্তা, উন্নয়ন ও সমৃদ্ধির আজ সুদূর পরাহত। তিনি এই সীমান্ত জনপদের নিরাপত্তা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান জানান।

শনিবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা সেক্রেটারি ও আসন পরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার ৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

মুহাম্মদ শাহজাহান আরো বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। যে বাংলাদেশ আর কোন ফ্যাসিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও চাঁদাবাজি কে স্থান দিতে প্রস্তুত নয়। নতুন বাংলাদেশ হবে সাম্য, শান্তি, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ। সামাজিক সুবিচার ও রাষ্ট্রীয় জবাবদিহিতামূলক সরকার গঠনের লক্ষ্যে দেশের মানুষ দীর্ঘ সাড়ে সতেরো বছর অপেক্ষা করেছে। মানুষের ভোটাধিকার এবং জনগণের ক্ষমতায়নের জন্য আমরা 'পিআর' পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছি। জুলাই সনদের আইনি স্বীকৃতির দাবি জানিয়েছি। সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে অপারগ হলে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়ার কথা বলেছি। কিন্তু একটি বৃহৎ দল সবকিছুতে নেতিবাচক মনোভাব পোষণ করায় সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। জনগণ যদি জুলাই সনদকে 'হ্যাঁ'ভোট দিয়ে স্বীকৃতি দেয় তাহলে দেশ নতুন কাঠামোতে ফিরে যাবে আর যদি 'না'ভোট দেয় তাহলে আমরা জনগণের মতামত কে মেনে নেব। পুরানো বন্দোবস্তে আর বাংলাদেশ কে ফিরিয়ে নেওয়া যাবে না।

প্রধান বক্তার বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী আনোয়ারী বলেছেন, আমরা উখিয়া -টেকনাফের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে চাই। প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মাদক ও দুর্নীতি রোধ করে উখিয়া -টেকনাফ জনপদের মানুষের সম্মান, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কা বিজয়ের লক্ষ্যে সকল ষড়যন্ত্র ও ভয়ভীতির উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান জানান।

উখিয়া উপজেলা নায়েবে আমীর ও আসন সচিব মাওলানা নূরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোছাইন ছিদ্দিকী, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহ। উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, টেকনাফ উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ভোট কেন্দ্র প্রতিনিধিবৃন্দ।