বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন- জামায়াতে ইসলামী আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুখী সমৃদ্ধশালী সমাজ গড়বে।

তিনি গতকাল ২২শে আগষ্ট শুক্রবার বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলায় স্থানীয় হাইস্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় এটিএম আজহারুল ইসলাম বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জামায়াতের সকল স্তরের দায়িত্বশীলদের সততা ও নিষ্ঠার সাথে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, মানুষ আল্লাহর সৃষ্টির সেরা নিয়ামত। এই নেয়ামতকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করতে হবে।

সমাবেশে সভাপতিত্বে করেন বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান কবির। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা নায়েবে আমীর শাগ্ মোহাম্মদ রোস্তম আলী, কাজী মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা আব্দুর রাজ্জাক সরকার, মাওলানা মাসুদ হাসান রানা, পৌর আমীর মাওলানা মাহফুজার রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশে এটিএম আজাহারুল ইসলাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। তারা নিজেরাই নিষিদ্ধ এবং ঘৃনিত হয়েছে দেশবাসীর কাছে। তারা দেশের অনেক আলেম, যুবক, নারী শিশুকে নির্বিচারে হত্যা এবং গুম ও সীমাহীন নির্যাতন করে ক্ষমতায় ছিল। আল্লাহ তাদের দম্ভ চূর্ন করে দিয়েছে বলেই তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আগামী নির্বাচনে দেশ এবং সমাজে শান্তি ও ন্যায় অধিকার প্রতিষ্ঠারে লক্ষ্যে ইসলামী শক্তির পক্ষে ভোট দিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

এটিএম আজহারুল ইসলাম এর আগে গতকাল শুক্রবার দুপুরে রংপুরের বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা এলাকায় স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদে জুম’য়ার নামাজ র্পুবে মুসল্লীদের উদ্দেশ্যে বলেছেন, মসজিদের ভিতরে ও বাহিরে কুরআন মানলেই সমাজে শান্তি ফিরে আসবে। পবিত্র আল কুরআনকে আমরা যেমন মসজিদের ভিতরে মেনে চলি। তেমনি যদি পরিবার, সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করি তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।