ডিমলা (নীলফামারী) সংবাদদাতাঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক প্রস্তুতি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর ও মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

সভায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “সাংবাদিকরা এ দেশের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা গণতন্ত্র ও সমাজ গঠনে অনন্য ভূমিকা রেখে চলেছেন।” তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী বক্তব্য দেন ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মজিবুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন ডোমার উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, অধ্যাপক আনোয়ার হোসেন লেবু এবং ডিমলা সদর আমীর মাওলানা নূর মোবাশ্বের।

বক্তারা নির্বাচনপূর্ব প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং গণমাধ্যমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাওয়ার বিষয়ে মতামত তুলে ধরেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।