ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশ-জাতির স্বার্থে যে কোন পরিস্থিতি মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতে হবে। তিনশ আসনেই আমাদের সর্বাত্মক দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে। সমঝোতার স্বার্থে কোন আসন ছাড়তে হলেও সেই আসনে কাজের স্পৃহা ও গতি পূর্ণমাত্রায় ধরে রাখতে হবে।

গতকাল শুক্রবার পুরানা পল্টনের পুষ্পধাম মিলনায়তনে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের মাঝে মনোনয়নপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব মন্তব্য করেন।

পীর সাহেব চরমোনাই বলেন, শহীদ ওসমান হাদী হত্যার সাথে জড়িতদের এখনো গ্রেফতার করা হয় নাই, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। এর প্রতিবাদে এবং জুলাই সনদের পক্ষে জনমত সৃষ্টির লক্ষে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।