টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জ-২ আসনের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬, ৭ ও ৯নং ওয়ার্ডের উদ্যোগে গতকাল ১৫ নভেম্বর তিনটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অসৎ নেতৃত্ব কোনো সমাজকে ন্যায়, নীতি ও সমতার পথে এগিয়ে নিতে পারে না। নেতৃত্বে স্বচ্ছতা না থাকলে মানুষের অধিকার ও ন্যায়বিচার ক্ষতিগ্রস্ত হওয়াই স্বাভাবিক।” তিনি আরও বলেন, “ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আদর্শবান, সৎ ও নীতিনিষ্ঠ নেতৃত্ব-যারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করবে। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তাই জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে।”

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন-মুন্সীগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. দেওয়ান এমএ সাজ্জাদ, টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক মোঃ লিটন সরকার, আড়িয়ল ইউনিয়নের সভাপতি আফজাল হোসাইন, সেক্রেটারি ওমর ফারুক, ইউনিয়ন প্রচার সম্পাদক হাবিবুর রহমান, ইউনিয়ন বাইতুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ জামাল, ৬নং ওয়ার্ড সভাপতি আবু হানিফ কবিরাজ, ৭নং ওয়ার্ড সভাপতি মহসিন হাওলাদার, ৯নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, ১ নং ওয়ার্ড সভাপতি পলাশ খলিফাসহ স্থানীয় নেতাকর্মীরা।