গত সোমবার সেনবাগ রাস্তার মাথায় কিছু লোক কর্তৃক দাঁড়িপাল্লার ও অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদের পক্ষ নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানববন্ধন/ মিছিল করায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেনবাগ উপজেলা আমীর মাওলানা ইয়াছিন করিম এবং উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল আবছার। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা দুঃখ এবং ক্ষোভের সাথে জানাচ্ছি যে, গত ১২/০১/২০২৬ইং সেনবাগ রাস্তার মাথায় আনুমানিক বেলা ১১-৩০ মিনিটে কিছু লোক অযাচিতভাবে জড়ো হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে দাঁড়িপাল্লা ও অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদের পক্ষ নিয়ে একটি কর্মসূচি পালন করে। যার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলার এবং অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদের দূরতম কোন সম্পর্ক ছিলো না এবং আমাদের সংগঠনের কোনো পর্যায়ের দায়িত্বশীল জড়িত ছিলো না। মূলত একটি মহল সংগঠন ও অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ আয়োজন করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রেসবিজ্ঞপ্তি
রাজনীতি
সেনবাগে রাস্তার মোড়ে উদ্দেশ্যপ্রণোদিত মিছিল নিয়ে জামায়াতের প্রতিবাদ
গত সোমবার সেনবাগ রাস্তার মাথায় কিছু লোক কর্তৃক দাঁড়িপাল্লার ও অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদের পক্ষ নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানববন্ধন/ মিছিল করায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অধ্যক্ষ মাওলানা সাইয়েদ