বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, “আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিহার্য। আত্মশুদ্ধি, আদর্শচেতনা ও নেতৃত্বগুণে বলীয়ান হয়ে আজকের তরুণদের এগিয়ে আসতে হবে।”
আজ শুক্রবার (৪জুন) গাজীপুর টঙ্গীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ‘যুব সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
টঙ্গীতে অবস্থিত শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম হলে আয়োজিত দিনব্যাপী এই সম্মেলনে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতাধিক যুবক অংশগ্রহণ করেন।
সম্মেলনের মূল লক্ষ্য ছিল যুবকদের নৈতিক ও আত্মিক উন্নয়ন, চারিত্রিক গঠন, নেতৃত্ব বিকাশ এবং ইসলামী আন্দোলনের বর্তমান প্রেক্ষাপটে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান।
যুব বিভাগের সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর আমির অধ্যাপক মো. জামাল উদ্দিন। তিনি বলেন, “নৈতিক অবক্ষয়ের এ সময়ে যুবকদের আত্মিক চর্চা ও ইসলামী আদর্শে বলীয়ান হওয়াই সময়ের দাবি। সংগঠনের প্রতিটি কর্মীকে সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও সাবেক সচিব জনাব শাহ আলম বক্সি, গাজীপুর-২ আসনের প্রার্থী জনাব হোসেন আলী এবং গাজীপুর-৫ আসনের প্রার্থী জনাব খাইরুল হাসান সম্মেলনে ।
এছাড়াও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, যুব বিভাগের সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমান এবং জনপ্রিয় লেখক ও ‘মোরা বড় হতে চাই’ গ্রন্থের লেখক ড. আহসান হাবীব ইমরোজ এবং গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর ক্রিড়া সম্পাদক নেয়ামতুল্লাহ শাকের।
সম্মেলনে গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার যুব বিভাগের দায়িত্বশীল, সভাপতি, সেক্রেটারি, বায়তুল মাল সম্পাদক এবং সুশৃঙ্খল কর্মীবৃন্দ অংশ নেন।