জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ২০০০সালে শহীদ জাহাঙ্গীরকে অত্যান্ত মির্মম ও নির্দয় ভাবে খুন করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। কলেজের নিয়মিত ছাত্র ও একজন মেধাবী ছাত্রনেতাকে কলেজের অধ্যক্ষের অফিস থেকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গিয়ে সাতকানিয়া আলিয়া মাদরাসা এলাকায় নির্মম নির্যাতন চালিয়ে নির্দয় ভাবে হত্যা করেছিল। আমরা বড় দুর্ভাগা। শহীদ জাহাঙ্গীরসহ সাতকানিয়া-লোহাগাড়ার মাঠিতে বাতিলদের হাতে শহীদ হওয়া ভাইদের বিচার টুকু সমাপ্ত করতে পারিনি। আগামীতে অবশ্যই এই বিচারগুলো সম্পন্ন হবে। তিনি ৬ এপ্রিল রবিবার দুপুরে সাতকানিয়া কলেজ মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের উদ্যেগে ইসলামী ছাত্র শিবিরের ১১১তম শহীদ সাতকানিয়া সরকারী কলেজ শিবিরের সভাপতি জাহাঙ্গীর আলম সবুজের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবির সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমানের সভাপতিত্বে ও কলেজ সভাপতি হারুনুর রশিদ আশিকের সঞ্চলনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি আয়ুব আলী, সাতকানিয়া জামায়াতের সাবেক আমীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল হক, পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সাবেক আমীর এম ওয়াজেদ আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি ডি এম আসহাব উদ্দিন ও শহীদ জাহাঙ্গীর আলম সবুজের ছোট ভাই ওমর ফারুক।
রাজনীতি
শহীদ জাহাঙ্গীরের স্মরণসভায় শাহজাহান
চৌধুরী সকল খুনীর বিচার হবেই হবে
জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ২০০০সালে শহীদ জাহাঙ্গীরকে অত্যান্ত মির্মম ও নির্দয় ভাবে খুন করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা।
Printed Edition
