বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ খায়রুল হাসান বলেছেন, “যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু সঠিক দিকনির্দেশনা, পরিকল্পনা ও তত্ত্বাবধানের অভাবে আমাদের যুবকরা আজ বিভ্রান্ত ও বিপথগামী হচ্ছে। মাদকের ছোবল, নৈতিক অবক্ষয় এবং বেকারত্বের অভিশাপ তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তবে কার্যকর ও বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে এই যুবসমাজকে দক্ষ, সৎ ও দেশপ্রেমিক জনসম্পদে পরিণত করা হবে ইনশাআল্লাহ।”
শনিবার (২ আগস্ট) বিকেলে কালিগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আজমতপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এবং আজমতপুর যুবসমাজের সার্বিক সহযোগিতায় আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাংগালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসেন। প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা যুব বিভাগের সাবেক সভাপতি হাফেজ এসএম সেলিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট লুৎফর রহমান, যুব নেতা মোঃ ফাইজুল্লাহ খান, জাংগালিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোঃ কাউসার হোসেন প্রমুখ।
আজমতপুর ফুটবল একাদশ বনাম গাজীপুর স্পোর্টস ক্লাবের মধ্যকার ম্যাচটি ছিল উপভোগ্য এবং উৎসবমুখর। খেলাটি দেখতে শত শত উৎসুক জনতা মাঠে উপস্থিত ছিলেন। খেলাশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।