মুলাদী উপজেলা ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের অতর্কিত হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মুলাদী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা সভাপতি মোঃ আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক বরিশাল জেলা সভাপতি সানাউল্লাহ সাজিদ এবং বর্তমান বরিশাল জেলা সেক্রেটারি জনাব সাইয়্যেদ আহমেদ। এছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি মোঃ আকবর হোসেন বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই মুলাদীতে ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর হামলার আমরা তীব্র নিন্দা জানাই। এ হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের এ ধারা অব্যাহত রাখলে শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিহত করা হবে।

শান্তিপূর্ণ মুলাদীকে যারা অশান্ত করতে চায় ছাত্রসমাজ তাদেরকে বয়কট করবে। ছাত্রশিবিরের ভালো ভালো কাজকে তারা মেনে নিতে পারে নাই তারাই গতকালকে সন্ত্রাসী হামলা ঘটিয়েছে।দায় দেয়ার রাজনীতি বন্ধ করুন ।ছাত্রদলের ভাইদেরকে আহ্বান করতে চাই আপনাদের কোন কর্মসূচি না থাকলে আমাদের কাছে আসুন আমরা আপনাদেরকে কর্মসূচি দিয়ে দেব।আপনারা শিক্ষার্থীদের মেন্ডেড নিয়ে কাজ করুন না হলে ছাত্রলীগের মতো আপনাদের একই অবস্থা হবে।শিক্ষাঙ্গনে সন্ত্রাসী রাজনীতি বন্ধ করে একটি সুস্থ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করুন।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “অতর্কিত সন্ত্রাসী হামলা করে ছাত্রশিবিরকে দমিয়ে রাখা যাবে না।” তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।