আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভার পৌরসভার ৭, ৮, ৯ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার ডগরমোড়া এলাকায় বিশাল এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিপুল সংখ্যক স্থানীয় জনগণ, সমর্থক ও কর্মী অংশগ্রহণ করেন।জনসভায় সাভার পৌর জামায়াতের আমীর আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাভার পৌর সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন।
প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, কুরআনের সমাজ গড়ার আহবান জানান, জনশক্তি কে মানবসম্পদে পরিনত করা হবে, চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার আহবান জানান।প্রধান বক্তা মাওলানা আফজাল হোসাইন বলেন, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত করা হবে, সুদমুক্ত, ঘুষমুক্ত, শিশুবান্ধব সমাজ গড়ে তোলা হবে, ক্লিন সিটি গ্রিন সিটি বানানো হবে।এছাড়াও জনসভায় আরও বক্তব্য দেন ঢাকা জেলা রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা এবং জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি হারুনর রশীদ, সাভার পৌরসভার নায়েবে আমীর অধ্যাপক মনসুর আলী, বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি সোহেল রানা। জনসভায় পৌরসভার ৭, ৮, ৯ নং ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুনসহ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে উপস্থিত হন। এসময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমার্থকরা প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন ঘোষণা করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
সভা শেষে উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস এবং নির্বাচনী পরিবেশে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।