মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ডক্টর এ, এইচ,এম, হামিদুর রহমান আযাদ বলেছেন ইসলামই একমাত্র বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার গ্যারান্টি দিতে পারে। কারণ শোষন মুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা ইসলামই দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের সকল মানুষের মাঝে ভাতৃত্ব- সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে রাসুল (সঃ) এর প্রতিষ্ঠিত মদিনার আদলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর। যেখানে সকল ধর্মের মানুষের মৌলিক অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত হবে। তিনি বলেন, শাপলাপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের উর্বর মাটি। এ উর্বরতা আল্লাহর নেয়ামত। বর্তমান অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে ব্যাপক দাওয়াতী তৎপরতা এবং মানব সেবার মাধ্যমে আল্লাহর শোকরিয়া আদায় করতে হবে। অন্যথায় মহান আল্লাহ শাস্তি স্বরূপ এ নেয়ামত কেড়ে নিতে পারে।

তাই সীসাঢালা প্রাচীরের মত ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা পালন করতে হবে। ডক্টর হামিদুর রহমান আযাদ আরো বলেন, আমাদের দুর্বলতার কারণে ময়দান ক্ষতিগ্রস্ত হলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং পরকালে মহান আল্লাহর কঠিন শাস্তি ভোগ করতে হবে। সম্প্রতি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে ডক্টর হামিদুর রহমান আযাদ নেতা কর্মীদের উদ্দেশ্য উপরোক্ত কথাগুলো বলেন। কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আযাদ আরো বলেন, দলীয় নেতা কর্মীদের সকল লোভ লালসার ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্ল্যাণে এগিয়ে আসতে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।

শাপলাপুর ইউনিয়ন জামায়াতের আমির মৌলানা এনামূল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল কবির শান্ত এর সঞ্চলানয় শাপলাপুর রহমান কনভেনশন হলে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোছাইন, মহেশখালী উপজেলা দক্ষিণের সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি মাষ্টার আক্তার হোসেন।