স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে রবিবার গাজীপুরে ১০১ জন গুণী শিক্ষককে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, গাজীপুর-এর উদ্যোগে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর নয়াপাড়া সৃজনশীল স্কুল অ্যান্ড কলেজে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব মোহাম্মদ আবদুর রশিদ।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, গাজীপুর-এর সভাপতি এসএম কাজল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাওয়াল মির্জাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল হোসেন, শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, এইচ কে একাডেমীর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ ইয়ামিন আলী এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষক জাতির আলোকবর্তিকা, তাঁদের জ্ঞান, প্রজ্ঞা ও নিবেদনের মাধ্যমেই প্রজন্ম গঠিত হয়। শিক্ষককে যথাযথ মর্যাদা দেওয়া সমাজের অগ্রগতির জন্য অপরিহার্য। সংবর্ধিত শিক্ষকদের মধ্যে কয়েকজন তাঁদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এই সম্মাননা তাঁদের পেশাগত জীবনে নতুন অনুপ্রেরণা যোগাবে।
সংগঠনের সভাপতি এসএম কাজল রানা বলেন, “দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগ্য শিক্ষক বাছাই করে সম্মানিত করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশে আমরা সবসময় শিক্ষকদের পাশে থাকব।চ্
অনুষ্ঠানে অতিথিরা সংবর্ধিত শিক্ষকদের উত্তরীয় পরিয়ে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যা পরিণত হয় শিক্ষক সমাজের এক প্রাণবন্ত মিলনমেলায়।