বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ বলেছেন, মাহে রমযান তাকওয়া অর্জনের মাস। এই মাসে সর্বাধিক এবং সর্বোচ্চ আল্লাহকে ভয় করে রোজা পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টা চালাতে হবে। তিনি সঠিক ও যথাযথ হিসাব করে যাকাত আদায়ের মাধ্যমে প্রতিবেশী ও দরিদ্রের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানান। শনিবার এনায়েতবাজার ওয়ার্ড জামায়াতে উদ্যোগে রমযান শীর্ষ আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব বলেন।

ওয়ার্ড আমীর ডা. মুহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে ইফতার মাহফিলে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি এবং এনায়েতবাজার ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ উদ্দীন আহমদ জোবায়ের, কোতোয়ালী থানা বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ ফেরদৌস, সিবিএফ থানা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সরওয়ার, এনায়েতবাজার ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শওকাত আলী, ফোরকানুল ইসলাম আলমগীর প্রমুখ।