শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ১৭ জন নেতা-কর্মী।

গত বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকেলে স্থানীয় জনসাধারণের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি গাজীপুর-৩ (সদর-শ্রীপুর) আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থীও।

সভায় সভাপতিত্ব করেন মো. আওলাদ হোসেন, উপদেষ্টা, ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামী, মির্জাপুর ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মুহাম্মদ আব্দুল বারী, সিনিয়র নায়েবে আমীর, জামায়াতে ইসলামী, গাজীপুর সদর উপজেলা; ডা. মো. আলী আকবর, আমীর, জামায়াতে ইসলামী, মির্জাপুর ইউনিয়ন; এবং হাজী মো. বাদল উজ্জামান, সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামী, মির্জাপুর ইউনিয়ন।

উঠান বৈঠকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. আজিজ যুবাইর, সাংগঠনিক সম্পাদক (পেশাজীবী বিভাগ) ও মো. এমারত হোসেন রতন, সাধারণ সম্পাদক (শ্রমিক কল্যাণ ফেডারেশন), জামায়াতে ইসলামী, মির্জাপুর ইউনিয়ন।

অনুষ্ঠানটি সৌজন্যে আয়োজন করেন মো.জালাল উদ্দিন, সভাপতি, ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামী, মির্জাপুর ইউনিয়ন এবং সুলতান মাহমুদ (মাস্টার), সভাপতি (যুব বিভাগ), একই ওয়ার্ড। বক্তারা নবযোগদানকারী নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন, যা ইসলাম, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নবযোগদানকারীরা দলীয় কার্যক্রমে নতুন গতি যোগ করবে।”