রাজনীতি
বাগেরহাট যুবদল নেতার দুই পায়ের রগ কেটে দিল শ্রমিকদল নেতার ভাই
বাগেরহাট পৌরসভার নাগেরবাজার এলাকায় ১২ মার্চ (বুধবার) সন্ধ্যায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে বাগেরহাট পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক সরদার জসিম। আহত জসিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে তার
Printed Edition

বাগেরহাট পৌরসভার নাগেরবাজার এলাকায় ১২ মার্চ (বুধবার) সন্ধ্যায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে বাগেরহাট পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক সরদার জসিম। আহত জসিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্য চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে জসিমকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তার আত্মীয়-স্বজনেরা ঢাকায় নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত জসিম ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে বুধবার সন্ধাবেলা বাগেরহাটের শ্রমিক দলের নেতা সেলিম ভূঁইয়ার ভাই আজিম ভূঁইয়া ও একদল সন্ত্রাসী বাগেরহাট শহরের নাগের বাজার এলাকায় জসিমের উপর অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে জসিম স্থানীয় মজিদ কসাইয়ের বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু হামলাকারীরা ওই বাড়ির ফটক ও কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জসিমকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জসিমের দুই পায়ের রগ কেটে ফেলে। ঘটনার বিষয় জসিমের মামাতো ভাই সাইফুল ইসলাম পিঞ্জুর বলেন, ’তুচ্ছ ঘটনা ও পূর্ব শত্রুতা জেরে আজিম ভূঁইয়া ও তাঁর লোকজন জসিমকে কুপিয়েছে। তাঁদের হাত থেকে বাঁচার জন্য মজিদ কসাইয়ের ঘরের মধ্যে পালিয়েও জসিম রক্ষা পায়নি। তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা খুলনা থেকে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছি।এর আগে জসিমের ভাগনে রাব্বিকে মারধর ও তাঁর মোটরসাইকেল নিয়ে গিয়েছিল আজিম ভূঁইয়া। সেই মোটরসাইকেল এখনো ফেরত দেয়নি।’ স্থানীয় লোকজন আরো বলেন’ আজিম ভূঁইয়ার সঙ্গে কয়েল ফারুক, মাসুদ, মুরাদ, অভি, শাওনসহ ১৫-১৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনা ঘটায়। আমরা এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার জন্য এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চাই।’
এ ঘটনায় আজিম ভূঁইয়ার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহররক্ষা বাঁধ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মাছ ব্যবসায়ীরা। তাঁরা আধা ঘণ্টা মাছবাজার বন্ধ রাখে ও সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক বিচার দাবি করে। আহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে আরও জানা যায় এ ঘটনায় সম্পৃক্তদের নামে মামলার করার প্রস্তুতি চলছে। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।