ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগরী ছাত্রশিবির।
নগরীর সালাউদ্দিন মোড় থেকে মিছিলটি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্তরে গিয়ে সমাবেশে মাধ্যমে শেষ করেন।
কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি হাছান আহম্মেদ এর সভাপতিত্বে সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত এর পরিচালনা এ সময় বক্তব্য রাখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম, কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রশিবির সভাপতি মহিউদ্দিন রনি প্রমুখ।