ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) উপদেষ্টা মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, ঘুষ বাণিজ্য, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হলে কুরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। কুরআনের শিক্ষা গ্রহণ করে আমরা যদি সমাজ পরিচালনা করতে পারি তবে সমাজে কোন ধরনের বৈষম্য থাকবে না। মানুষের মধ্যে ভেদাভেদ দূর হবে। তাই গ্রামের ইউনিয়ন পরিষদ হতে শুরু করে সংসদ, সচিবালয়সহ সর্বক্ষেত্রে কুরআনের আইন প্রতিষ্ঠা করতে তিনি সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বŸান জানান। শনিবার বিকেলে নগরীর আইনজীবী সমিতি মিলনায়তনে প্রকৌশলীদের সম্মানে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)- চট্টগ্রাম মহানগরী আয়োজিত ইফতার মাহফিল এবং রমজানের তাৎপর্য" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফোরামের চট্টগ্রাম মহানগরী সভাপতি রুহুল আমীন ভূইয়াঁর সভাপতিত্বে এবং সেক্রেটারি নুরুল আলম ও সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। তিনি বলেন, আল-কুরআন হলো বিশ্ব মানবতার জন্য উচ্চমানের গাইডলাইন। আল-কুরআনের মর্যাদা সবচেয়ে বেশি। রামাদানের শিক্ষা গ্রহণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে দুর্নীতি মুক্ত করার জন্য তিনি সবাই আহ্বান জানান।
এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আবদুর সাত্তার শাহ। তিনি বলেন, প্রকৌশলীদের নৈতিকভাবে সমৃদ্ধ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রকৌশলী সমাজকে আরো ভূমিকা রাখতে হবে। দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হলে নিজেদের দক্ষতা বাড়াতে ইঞ্জিনিয়ারিং পেশাকে সেবা হিসাবে নিয়ে মানুষের পাশে থাকতে হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন, ফোরামের চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি আবুল কালাম মিঞা, ফোরামের অর্থ সম্পাদক প্রকৌশলী মিজানুল রহমান, সিডিএর এক্সিকিউটিভ প্রকৌশলী মুহাম্মদ ওসমান গনি, সিটি কর্পোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী, আইডিইবির সদস্য সচিব করিম উদ্দিন, আইডিইবির সাবেক সহ সভাপতি রহিম উদ্দীন, ফোরামের মহানগরী অফিস সম্পাদক কে এম ইসহাক, প্রকৌশলী মিজবাহ উদ্দিন, প্রকৌশলী মাইনুদ্দীন হাসান জীবন, ইউনূস ইবনে ফরিদ, নিজাম উদ্দীন হেলালী, সোহেল হোসাইন, আরাফাতুজ্জামান, শওকত আলী, আবু বক্কর, পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সভাপতি হাফেজ আল আমিন। ছাড়াও সরকারি বেসরকারি প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।