বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা ও পৌর মহিলা জামায়াতের উদ্যোগে দেবিদ্বার পৌর মিলনায়তনে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের পরিচালিকা জান্নাতুল মেওয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারি জনাবা সাঈদা রুম্মান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের পরিচালিকা ওয়ারেছা বেগম।

উপজেলা ও পৌর মহিলা বিভাগীয় সেক্রেটারি যথাক্রমে কুলছুম খানম ও সুমাইয়া জান্নাত লাইলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা সাইফুল ইসলাম শহীদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঞা, কুমিল্লা মহানগর মহিলা বিভাগীয় সেক্রেটারি শাহীন আক্তার, জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি ফেরদৌসী আক্তার, সহকারী সেক্রেটারি ইয়াসমিন ফেরদৌসী, জেলা মহিলা বিভাগীয় কর্ম পরিষদ সদস্য নুরুন্নাহার বেগম প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে নির্বাচনী গান ও নাটিকা পরিবেশন করে মহিলা শিল্পীরা। অতিথিবৃন্দ বলেন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে আজ জনগণের কাছে জামায়াতের বিকল্প কোন দল নেই। একদল চাদাবাজি, টেন্ডারবাজী, খুন খারাবী আর দখলদারিত্ব নিয়া ব্যস্ত সময় পার করছে অপরদিকে জামায়াত মানুষের পাশে থেকে সেবা ও উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখছে। যার ফলে জনগণ এখন জামায়াতকে আগামীদিনে বেছে নিয়েছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে জামায়াতের পক্ষে আমাদের কাজ করতে হবে।