নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত হেভি ওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পিরোজপুর-১ আসনে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সেজো পুত্র মাসুদ সাঈদী এবং পিরোজপুর-২ আসনে মেজ পুত্র শামীম সাঈদী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্তভাবে বৈধতা পেলেন।‎

পিরোজপুর-১: শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর আসনে তার সেজ পুত্র ইন্দুরকানি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী জামায়াত থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গতকাল শনিবার পিরোজপুর রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরপরই এক প্রতিক্রিয়ায় মাসুদ সাঈদী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, সকল বাধা অতিক্রম করে মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের এই সুযোগ দান করেছেন। আমি সারাজীবন দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চাই।‎

তিনি আরও বলেন, “আমি যেন আমার মরহুম পিতার (আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী) আদর্শ এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজের জীবন অতিবাহিত করতে পারি, সেজন্য মহান রবের খাস সাহায্য কামনা করছি। এসময় তিনি পিরোজপুর-১ আসনের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করেন।‎

‎অপরদিকে পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর তিনিও আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শামীম সাঈদী বলেন, জনগণের সেবা করার যে লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে এসেছেন, তা বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি এই নির্বাচনী লড়াইয়ে পিরোজপুর-২ আসনের আপামর জনসাধারণের আন্তরিক দোয়া ও মূল্যবান ভোট কামনা করেছেন।‎

‎দুই ভাইয়ের প্রার্থিতা বৈধ হওয়ার খবরটি পিরোজপুর জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ ভোটাররা মনে করছেন, আল্লামা সাঈদীর দুই সন্তানের নির্বাচনে অংশগ্রহণ পিরোজপুরের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হলফনামা ও অন্যান্য নথিপত্র যাচাই-বাছাই শেষে আইনগতভাবে তাদের প্রার্থিতা বৈধ বলে গণ্য হয়েছে।