১. সুশান্ত দাস গুপ্ত - Sushanta Das Gupta's Post

দলটির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য।

তবে নিজের ফেসবুক প্রোফাইলে এই ধর্ম সম্পাদক ধর্মে বিশ্বাস করেন না। নিজের প্রোফাইলে লিখেছেন, তিনি - সাংবাদিক। মানবাধিকার ও রাজনৈতিক অধিকার কর্মী। কখনো ফার লেফটিস্ট, কখনো সেকুলার। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এবং হেলথ-সেফটি, ফায়ার ও এনভায়রনমেন্ট বিশেষজ্ঞ। মতামত একান্তই নিজস্ব। সবাইকে খুশি রাখতে অনভ্যস্ত। দুই কন্যার জনক, যদিও তুমুল অসংসারী।

স্যোসাল মিডিয়ায় খুবই সক্রিয়। ফেসবুকে প্রতিনিয়তই তার পোস্ট দেখা যায়। বিদেশে অবস্থানরত এই প্রপাগান্ডিস্ট নিজে নিজে নিরাপদ অবস্থানে থেকে বাংলাদেশে অবস্থানরত লীগ কর্মী-সমর্থকদের উস্কানি দিয়ে থাকেন। এই তথাকথিত সাংবাদিক ও মানবাধিকার কর্মী ভারতের সংখ্যালুঘু মুসলিম নির্যাতন নিয়ে কথা না বললেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের খোঁজ-খবর পাঠাতে বলেন। এক পোস্টে তিনি লিখেছেন-

বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত নেতাকর্মীদের প্রতি আহ্বান:

মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন দলের প্রতিটি নেতাকর্মীর খোঁজ-খবর রাখার জন্য এবং একটি সুশৃঙ্খল দলীয় তথ্যভান্ডার গড়ে তোলার জন্য।

অনুগ্রহ করে নিচের তথ্যগুলো প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে সংগ্রহ করে দলীয় পর্যায়ে রিপোর্ট আকারে হালনাগাদ রাখুনঃ

১. কতোজন দলীয় নেতাকর্মী শহীদ হয়েছেন? তাঁদের পরিবারগুলোর সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি কিনা?

২. জেলায় মোট কতগুলো মামলা হয়েছে? এর মধ্যে জিআর, সিআর ও আইসিটি মামলার সংখ্যা কত?

৩. আজকের তারিখ পর্যন্ত কতোজন নেতাকর্মী কারাগারে আছেন?

৪. আহত নেতাকর্মীর সংখ্যা কত? তাঁরা কোথায় চিকিৎসা নিচ্ছেন এবং আমরা তাঁদের পাশে আছি কিনা?

৫. আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নিজ আসনের সংসদ সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ডের সর্বশেষ আপডেট কী?

৬. জেলা পর্যায়ে মামলাগুলো পরিচালনার অবস্থা কী?

৭. ধর্মীয় মন্দির, উপাসনালয় ও মাজার— কতোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে?

৮. ঘর-বাড়ি, দোকান, ব্যবসা প্রতিষ্টান ভাঙচুর ও লুটপাটের তালিকা করা হচ্ছে কিনা?

৯. মামলা বানিজ্য ও চাঁদাবাজীর হিসাব রাখা হচ্ছে কিনা?

১০. স্কুল-কলেজ-ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারছেনা এমন ছাত্রলীগের নেতা-কর্মীদের পরিসংখ্যান আছে কিনা?

এই তথ্যগুলো সঠিকভাবে সংরক্ষণ ও হালনাগাদ করা আমাদের সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কাজ করবেন এই আশা রাখি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

সুশান্ত দাস গুপ্ত

এছাড়াও প্রতিনিয়তই তিনি ড. মুহাম্মদ ইউনূস ও অন্তবর্তী সরকারের বিরুদ্ধে পোস্ট দেন।