চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, দেশের জনগণ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের জন্য জনগণ মুখিয়ে আছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনার আলোকে সনদের আইনিভিত্তি দিয়ে নির্বাচন করতে হবে। আগামী ফেব্রুয়ারি ’২৬ সালের নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলমকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়কে নিশ্চিত করতে হবে।

সোমবার ইপিজেড থানা জামায়াতের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী ইপিজেড থানা আমির আবুল মোকাররমের সভাপতিত্বে ওই নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইপিজেড থানা জামায়াতের সেক্রেটারি ও ৩নং ওয়ার্ড আমির ডা. মুহাম্মদ হাবিবুর রহমান, থানা বাইতুলমাল সম্পাদক ও ৩৯নং ওয়ার্ড আমির মুহাম্মদ ওসমান গণি, ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. হোসেন, ৩৯ নং কাউন্সিলর প্রার্থী মো. শাহেদ চৌধুরী, থানা শ্রমিক কল্যাণ সভাপতি মো. শহিদুল ইসলাম।

সমাবেশে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ড সেক্রেটারি মো. আবদুল্লা আল আরিফ, ৩৮নং সেক্রেটারি মাওলানা মো. মহিউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন থানা সেক্রেটারি আবদু সবুর আশেকী, ছাত্রনেতা হাবিবুর রহমান ও এম হাবিব।