বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর, বর্ষীয়ান রাজনীতিবিদ ও দাঈ ইলাল্লাহ মকবুল আহমাদ (রাহিমাহুল্লাহ) এর মৃত্যুবার্ষিকীর দিনে তাকে নিয়ে এক ফেসবুক পোস্ট দিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
আজ (১৩ এপ্রিল) রাতে তার ভেরিফায়েট ফেসবুক পেজে তিনি এ পোস্ট দেন।
তার লেখা পাঠকদের জন্য তুলে ধরা হলো-
“আজ ১৩ এপ্রিল।
২০২১ সালের এই দিনে আমরা হারিয়েছিলাম আমাদের এক প্রেরণাদায়ী অভিভাবক, এক সোনালী মিনার—সাবেক আমীরে জামায়াত, বর্ষীয়ান রাজনীতিবিদ ও দাঈ ইলাল্লাহ জনাব মকবুল আহমাদ (রাহিমাহুল্লাহ)-কে।
তিনি ছিলেন সত্যিকারের এক দায়িত্বশীল অভিভাবক, বিশেষত সেই অন্ধকার সময়টিতে—যখন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ জেলে বন্দি, আর চারপাশে বিভ্রান্তি ও শূন্যতা।
সেই দুঃসময়ে তিনিই ছিলেন একতা ও দৃঢ়তার প্রতীক।
কোনো আড়ম্বর বা আলোকসজ্জা ছাড়াই—একজন নিরহংকারী, স্পষ্টভাষী, হৃদয় থেকে কথা বলা, সহজ-সরল জীবনের বাস্তব প্রতিচ্ছবি।
তিনি আমাদের জন্য রেখে গেছেন আদর্শ, রেখে গেছেন আমানত। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সেই আমানতের ভার বহনের যোগ্যতা ও তাওফিক দিন।
আমার ব্যক্তিগত জীবনে আমি তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তাঁর নীরব নেতৃত্ব, দৃঢ়তা ও ভালোবাসা আজও আমাকে অনুপ্রাণিত করে।
আমরা মহান আল্লাহর দরবারে দো'য়া করি—
আল্লাহ যেন তাঁর সমস্ত নেক খেদমত কবুল করেন, তাঁর প্রতি রহমত বর্ষণ করেন এবং তাঁর কবরকে জান্নাতের এক প্রশান্ত ও চমৎকার বাগিচায় পরিণত করেন। আখিরাতে আমাদেরকে যেন জান্নাতের সিঁড়িতে এই মহান অভিভাবকের সান্নিধ্যে মিলিত হওয়ার সুযোগ দান করেন।
আমীন”