ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, কোন ফ্যাসিস্ট যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের মৌলিক দাবি এটা। হাজারো প্রাণের বিনিময়ে এ দেশের মানুষ ফ্যাসিস্ট থেকে মুক্তি পেয়েছে। নতুন করে অনেকের মধ্যে ফ্যাসিস্ট চরিত্র লক্ষ করা যাচ্ছে। তাদের সতর্ক করে তিনি বলেন, এ দেশের মানুষ জীবন দিতে শিখেছে, ভয়কে জয় করতে শিখেছে। এখন তাদের কেউ দাবিয়ে রাখতে পারবেনা ইনশাআল্লাহ। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরে একটি দল নেমেছে হাট-বাজার, বাসস্ট্যান্ড দখল করার জন্য, চাঁদাবাজির করার জন্য, এরাই দেশকে অতীতে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তাই এদেশের মানুষ আগামীতে সংসদে কোনো চাঁদাবাজ আর দুর্নীতিবাজকে ক্ষমতায় আসতে দেবে না। তিনি আরও বলেন, এদেশের মানুষ বিভিন্ন দলের রা’্র পরিচালনা দেখেছে বিভিন্ন আদর্শ দেখেছে এখন সময় এসেছে রাষ্ট্র পরিচালনায় ইসলামকে নেয়ার জন্য, আগামীতে এদেশের মানুষ ইসলামকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবেন বলে তিনি মন্তব্য করেন।
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, অপরাধী, খুনি ও স্বৈরাচারের দৃশ্যমান বিচার এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র্র প্রতিষ্ঠার দাবিতে খুলনা মহানগরী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্ব গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় খুলনা নিউ মার্কেট চত্বরে খুলনা মহানগরী ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি সভাপতি শেখ মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন এর পরিচালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মুজিবুর রহমান শামীম, আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগরী সভাপতি মাওলানা শরীফ সাইদুর রহমান প্রমুখ।