পার্বতীপুরে জামায়াত মনোনীত দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) সংসদীয় আসনের প্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেনের পক্ষে উপজেলা জামায়াতসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, উঠোন বৈঠক ও নির্বাচনী কর্মী সমাবেশগুলোতে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন। গত ১২ সেপ্টেম্বর উপজেলার হামিদপুর ইউনিয়নের ঢেরের হাটে ইউনিয়ন জামায়াত অফিসে রাতে এক বিরাট কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত আমীর মোহাম্মদ ইউসুফ আলী, বাইতুলমাল সেক্রেটারি গোলাম মুক্তাদির মুন্না, ইউনিয়ন সভাপতি ওলিউল্লাহ, সেক্রেটারি আশরাফুল ইসলাম, ওলেমাবিভাগ সম্পাদক মাওলানা মাহাবুব, বাইতুলমাল সেক্রেটারি রেজওয়ান প্রমূখ। ওই দিন মমিনুপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে আরও একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভায় সভপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি ইউনুছ আলী মেম্বার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সায়েম শাহ্, মমিনুপুর ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি জয়নাল আবেদীন, আব্দুল মোত্তালেবসহ স্থানীয় গণ্যমান্য বক্তিরা বক্তব্য প্রদান করেন। অপর দিকে একই দিন সন্ধ্যায় বেলাইচন্ডি ইউনিয়নের বেনিরহাটে আরোও এক বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব মো: আনোয়ার হোসেন, বেলাইচন্ডি ইউনিয়ন জামায়াত সভাপতি মো. খায়রুল বাসার, সেক্রেটারি মাওলানা মো: মোকছেদুল হক, মাওলানা মো: সাইদুজ্জামান, হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন।