বাংলাদেশ জায়ামাতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে জুলাই বিপ্লবে শহীদ ও পুঙ্গত্ববরণকারী বীরদের স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রাজশাহী মহানগরীর জামায়াতের নায়েবে আমীর এ্যড. আবু মোহাম্মদ সেলিম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে শহীদ আলী রায়হান, সাকিব আনজুমকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে স্মরণ করা হয়। মঙ্গলবার বিকেলে নগরীর শিরোইলের পূবালী মার্কেটে তাদের এই দোয়া অনুষ্ঠিত হয়। এতে মহানগরী জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর তাঁর বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে হবে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে আগামীতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, সৎ মানুষের শাসন নিশ্চিত করতে হবে। এদেশের মানুষ শান্তি চায়, এদেশের মানুষ নিজেদের নাগরিক অধিকার চায়, আর কোনো স্বৈরশাসন এদেশের মানুষ দেখতে চায় না। মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, এখন জুলাই আন্দোলনের নতুন নতুন মাস্টামাইন্ড বের হচ্ছে। অথচ তারা মাঠেই ছিল না। যারা ‘আন্দোলনের সাথে সম্পর্ক নাই’ বলে ঘোষণা করেছিল তারা এখন অন্দোলনের বড় স্টেক হোল্ডার। কোনো ফ্যাসিস্ট বা তাদের সহযোগীদের হাতে দেশ তুলে দেয়া হবে না। ইসলামী দলগুলো এক হচ্ছে। আমরা আন্দোলনের চেতনাকে ভুলণ্ঠিত হতে দিতে পারি না। মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন, সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজশাহী-৩ আসনের এম.পি প্রার্থী আবুল কালাম আজাদ, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট প্রমুখ।