নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনকে কুরআনবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গতকাল শুক্রবার দুপুরে বরিশাল টাউন হল চত্বরে জেলা ও মহানগর হেফাজতের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাদ জুমায়া নগরীর টাউন হল থেকে মিছিলটি শুরু হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার টাউন হলে এসে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী নেতারা ছয়টি প্রধান দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআনবিরোধী প্রতিবেদন বাতিল, কমিশন সম্পূর্ণরূপে বিলুপ্ত করা,সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, নারী সংশ্লিষ্ট গঠনমূলক মতামতকে উপেক্ষা করে প্রণীত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিনে চলমান মুসলিম গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা, ভারতে মুসলিম নির্যাতন বন্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম মহানগর শাখার সভাপতি মুফতি সানাউল্লাহ মাহমুদী। আরও বক্তব্য দেন মহানগর সেক্রেটারি হাফেজ মাওলানা রুহুল আমিন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিম এবং সেক্রেটারি তৌফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, হেফাজতের অন্যান্য নেতৃবৃন্দ মুফতি রেজাউল করিম, মাওলানা জামাল উদ্দিন ফারুকী, মাওলানা শামসুল আলম, মুফতি মনিরুল ইসলাম ও মুফতি শরিফুল ইসলাম।
নেতারা বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হেফাজতে ইসলাম সর্বদা সোচ্চার থাকবে। সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস তুলে দেওয়া দেশের ঈমানদার মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে।
বিক্ষোভ মিছিল শেষে নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং দাবি যদি না মানা হয় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।