ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জায়লস্কর ইউপি শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আমীর মাওলানা আবদুল হান্নান।

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক। তিনি দেশের সামগ্রিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মেজবাহ উদ্দিন সাঈদ এবং উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গাজী ছালেহ উদ্দিন। সমাবেশের সভাপতিত্ব করেন ৮নং জায়লস্কর ইউনিয়ন আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়নের যুব বিভাগ সভাপতি জনাব ফখরুল ইসলাম মামুন।