DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

এদেশে আলেমরা কোন সময় দখলবাজি করে নাই: ড. জাহাঙ্গীর আলম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, এখনো এই সমাজে চাঁদাবাজি-দখলবাজি আছে। এই সমাজে আছে সন্ত্রাসী। বাংলাদেশের কোন আলেম ওলামারা কখনো দখলবাজি- চাঁদাবাজি করেছে কেউ বলতে পারবে না।

উপজেলা সংবাদদাতা
Untitled

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, এখনো এই সমাজে চাঁদাবাজি-দখলবাজি আছে। এই সমাজে আছে সন্ত্রাসী। বাংলাদেশের কোন আলেম ওলামারা কখনো দখলবাজি- চাঁদাবাজি করেছে কেউ বলতে পারবে না।

বৃহস্পতিবার (১৩ মার্চ) গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে ইজ্জতপুর উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, যেহেতু আলেমরা কোন অপরাধের সাথে জড়িত না তাই আপনারা জামায়াতের সাথে আসেন আমরা মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

মাওলানা জালাল আহমেদ এর সভাপতিত্বে ও ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি শরিফুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্ট্যান সেক্রেটারি অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মো.মামুনুর রশিদ শেখ, সাইফুল ইসলাম, নূরনবী প্রমুখ।