রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের জন্য জরুরি রক্ত প্রয়োজন— এমন পরিস্থিতিতে হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার (২১ জুলাই) বিকেলে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান বিধ্বস্তে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে রক্ত প্রয়োজন। এজন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রক্তদাতাদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
রক্তদাতাদের সহায়তার জন্য শিবিরের পক্ষ থেকে দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে—
মিকদাদ: ০১৮৯৪৩২৮৭৭৫
আরাবী: ০১৫৪০০৫৬৬৯৭