মোঃ রেজাউল বারী বাবুল, স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামি গাজীপুর-৬ (বৃহত্তর টঙ্গী) আসনে আন্তর্জাতিকভাবে স্বনামধন্য একাডেমিশিয়ান, লেখক ও প্রবাসী অধ্যাপক ড. হাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করে চমক দেখালো জামায়াত। শুক্রবার সকালে টঙ্গীতে অনুষ্ঠিত মহানগর জামায়াতের রুকন সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
সম্মেলনের পরপরই গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে এক বিশাল গণমিছিল বের করা হয়, যাতে হাজারো নেতাকর্মীর উপস্থিতি শহরজুড়ে আলোড়ন সৃষ্টি করে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা একে “গাজীপুরে জামায়াতের নতুন চমক হিসেবে অভিহিত করছেন।
তুরস্কের বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতির ময়দানেঃ
ঘোষণার পর বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন,“বিশ্বের অন্যতম সুন্দর স্থানে বসবাস করতাম। বাড়ির সামনে বিশাল সাগর, অপরূপ দৃশ্য। তুরস্কে একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে সম্মান, খ্যাতি ও আরামদায়ক জীবন কাটাচ্ছিলাম। দেশের খবরাখবর নিয়মিত রাখতাম। হঠাৎ একদিন আমীরে জামায়াত ফোন করে বললেন—‘হাফিজ, ইসলামী আন্দোলনের স্বার্থে দেশের জন্য তোমাকে প্রয়োজন। সবকিছু গুছিয়ে দেশে চলে আসো। ভালো জীবন ও দ্বীনের খেদমত একসাথে পাওয়া যায় না।আমি দ্বিতীয়বার ভাবিনি। দ্বীনের আহ্বানে, দেশের ডাকে সবকিছু ছেড়ে দেশে চলে এসেছি।
তার এই আত্মত্যাগের বয়ান শুনে উপস্থিত কর্মী ও সমর্থকদের মধ্যে আবেগ ও অনুপ্রেরণার জোয়ার বইতে থাকে। বক্তারা বলেন, “ইসলামের জন্য যুগে যুগে যারা সবকিছু ত্যাগ করেছেন, তাদের কাতারে আজ যোগ দিলেন আমাদের প্রিয় ভাই ড. হাফিজুর রহমান। তার এই সাহসিক সিদ্ধান্ত নতুন প্রজন্মের কাছে এক উজ্জ্বল উদাহরণ।
ত্যাগের অনুপ্রেরণায় নতুন রাজনৈতিক ধারাঃ
গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন বলেন,আমরা এমন নেতৃত্ব চাই, যারা নিজের স্বার্থ নয়—আদর্শ, ন্যায়ের রাজনীতি ও মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে। ড. হাফিজুর রহমান সেই ধারার প্রতীক।
জামায়াতের কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল ইসলাম ভূইয়া, খায়রুল হাসান, হোসেন আলী, সালাহ উদ্দিন আইয়ুবী ও আ স ম ফারুক বলেন, এই প্রার্থী শুধু একজন রাজনীতিক নন, তিনি নৈতিকতা, জ্ঞান ও মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি।
স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, প্রবাসী একাডেমিশিয়ানকে প্রার্থী করে জামায়াত গাজীপুরে নতুন ভোটধারার সূচনা করেছে। তুরস্কফেরত এই তরুণ প্রফেসর তার ত্যাগ ও সততার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলছেন।
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতিঃ
গাজীপুরের কালনী গ্রামের সন্তান ড. হাফিজুর রহমান দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। তুরস্ক সরকারের স্কলারশিপে গাজী বিশ্ববিদ্যালয়ে (আঙ্কারা) পিএইচডি সম্পন্ন করে বর্তমানে তোকাত গাজি ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
তার লেখা আলোচিত বই ‘এরদোয়ান: দ্য চেঞ্জ মেকারথ, ‘আমার দেখা তুরস্কথ এবং ‘ইসলামী রাজনীতি তত্ত্বে রাষ্ট্র ধারণাথ পাঠকমহলে ব্যাপক প্রশংসিত।
মহানগরজুড়ে ইতিমধ্যেই ড. হাফিজুর রহমানকে ঘিরে নতুন উচ্ছ্বাস দেখা দিয়েছে। শিক্ষিত তরুণ সমাজ, প্রবাসী গোষ্ঠী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ভোটারদের মাঝে তার প্রার্থিতা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।