বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাগনভূঁঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর বাজারে দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিল এবং সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: মো: ফখরুদ্দিন মানিক। তিনি বলেন, “সকল অনিয়ম, দুর্নীতি এব্ং চাঁদাবাজীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম।

মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়, ইনসাফ এবং বৈষম্যহীন বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিতে চাই।আজকে চাঁদাবাজীর অনেকেই স্বাভাবিক ব্যাবসা বানিজ্য করতে পারছেন না।আমরা চাঁদাবাজীর সকল পথ এবং পদ্ধতি বন্ধ করে দিব।

জনগণের সেবাই আমাদের অংগীকার ,আমাদের সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো, ইনশাল্লাহ।

এতে বিশেষ অতিথির ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিন, উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন আমীর মাওলানা আব্দুজ্জাহের, সেক্রেটারি তারেক হাসান,শিবির সভাপতি মাঈনুদ্দিন সহ নেতৃবৃন্দ।