সাভার পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের উদ্যোগে সাভার পৌর আমীর আজিজুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন। গতকাল শুক্রবার বিকেলে সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের বাজার রোডে মিয়ামিল মাঠে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, এদেশের জনগণ জামায়াতে ইসলামী কে যদি সংসদে পাঠায় তাহলে জামায়াতে ইসলামীকে জনগণের সেবক হিসেবে পাশে পাবে। সমাজ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস নির্মূল করা হবে, এদেশের জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করবে।

প্রধান বক্তা জামায়াতে মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল সময় পার করছে। একটি পক্ষ ন্যায়ের পক্ষে, আরেকটি গ্রুপ বিপক্ষে কাজ করছে। ইন্টেরিম সরকারের কাছে আহবান জানান, দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, নভেম্বরের মধ্যে গনভোটের ব্যবস্থা করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন দেয়ার আহ্বান জানান। এছাড়াও নির্বচনী জনসভায় বক্তব্য দেন জেলা রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জেলা আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম প্রমুখ। সমাবেশে থানা ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, জনশক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।