আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে বৃষ্টিতে ভিজে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন জামায়াত নেতা ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া।
সরেজমিনে দেখা গেছে, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ( রবিবার) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আকাশ ছিল মেঘে ঢাকা। সকাল থেকেই ছিল থেমে থেমে বৃষ্টি। এমন একটি ঠান্ডা পরিবেশে যে কেউ চাইবে বাসায় বাহারি খাবার সাথে ভোজনবিলাসে মেতে উঠতে। পরিবারের সাথে সময় কাটাতে। হয়তোবা নরম বিছানায় শরীর এলিয়ে একটি শান্তির ঘুম দিতে কিন্তু তার ব্যতিক্রম দেখা গেল জামায়াত মনোনীত (নারায়ণগঞ্জ ৩) সোনারগাঁ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইনের ক্ষেত্রে। আল কুরআনের ঝান্ডা কে সমুন্নত রাখতে, কুরআনের সংবিধান ও সংসদ কায়েমের লক্ষ্যে সকাল থেকেই অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়ে বৃষ্টিতে ভিজেই নেমে পড়েন গণসংযোগে। রোদ, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ কোন কিছুই যেন তাকে থামাতে পারছে না। ছুটে চলছেন দুর্বার গতিতে ভোটারদের দ্বারে দ্বারে অবিষ্ট লক্ষ্য অর্জনের জন্য। সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক বাজারে দেখা গেছে প্রচারণা ও গণসংযোগের কাজে। বৃষ্টির এই দিনে যেখানে অন্য কোন রাজনৈতিক দলের নেতাকে দেখা যাচ্ছে না তার উল্টো চিত্র দেখা যাচ্ছে জামায়াত নেতা প্রিন্সিপাল ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়ার ক্ষেত্রে। ভোটারদের মনোযোগ আকর্ষণ ও প্রচারণায় যেন একটি মুহূর্ত অলস সময় কাটাতে রাজি নন তিনি। এ বিষয়ে ড. ইকবাল হোসাইন ভূইয়ার সাথে কথা বললে তিনি বলেন, আল কুরআনের সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে হবে তাই বৃষ্টির দিনেও আল কুরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আমরা আশা করছি, আগামীর বাংলাদেশ হবে আল কুরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের দক্ষিণের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লা, ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ সভাপতি মাওলানা বেলয়েত হোসেন, যুব বিভাগের সভাপতি।