শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। হামলায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ১৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এরমধ্যে ২ শিক্ষার্থী গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। আহত শিক্ষার্থীদের বেশিরভাগের মাথায় আঘাত লেগেছে, তবে অনেকের পিঠ, বুক ও হাতেও জখম রয়েছে।

মুহাম্মদ শাহজাহানসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্রনেতারা রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নগরীর বেসরকারী হাসপাতালে যান। এসময় নেতৃবৃন্দ চিকিৎসকদের কাছ থেকে আহত শিক্ষার্থীদের শারীরিক খোঁজ-খবর নিয়ে তাদের সুস্থতা কামনায় দোয়া করেন।

ছাত্ররা এরকম ন্যাক্কারজনক হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘অনতিবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত আওয়ামী দোসরসহ জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেক হাসপাতালে যান শাহজাহান চৌধুরী : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় ফ্যাসিবাদী দোসরদের হামলায় গুরুতর আহত চবি শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর সাবেক আমীর ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। এসময় আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম রনি, চবি সভাপতি মুহাম্মদ আলী, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, নায়েবে আমীর আব্দুল হান্নান, সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, ডা. ইরফান চৌধুরী, জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ চিকিৎসকদের কাছ থেকে আহত শিক্ষার্থীদের শারীরিক খোঁজ-খবর নিয়ে তাদের আশু সুস্থতা কামনায় দোয়া করেন। এসময় শিক্ষার্থীদের উপর এরকম ন্যাক্কারজনক হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, ‘অনতিবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত আওয়ামী দোসরসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় : গতকাল সোমবার চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরী জামায়াতের এক প্রতিনিধি দল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের সাথে দামপাড়া পুলিশ লাইন কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান প্রমুখ।