বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাযায় অংশগ্রহণ করেন বিশ্বে বিভিন্ন দেশের সরকার প্রধান ও সরকার প্রধানের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রী এবং কূটনীতিকরা। এছাড়াও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানেরাও অংশগ্রহণ করেন। এদিকে বিপুল জনসমাগম আর শোকাতুর পরিবেশে খালেদা জিয়ার জানাযা সম্পন্ন হয়েছে। জানাযা শেষে বিদেশি মন্ত্রী ও কূটনীতিকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নিজ নিজ দেশের সরকারপ্রধানদের শোকবার্তা পৌঁছে দেন। জানাযায় মুসলিম দেশগুলোর কূটনীতিকদের পাশাপাশি অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধি।
গতকাল বুধবার বিকাল ৩টা ৩ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাযায় যোগ দেন তারা। এছাড়া শুধু তারাই নয়, বাংলাদেশ ও মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাযায় অংশ নেয় লাখ লাখ মানুষ। শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশ পাশের কয়েক কিলোমিটারজুড়ে মানুষ অবস্থান নেয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক। খালেদা জিয়াকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
জানাযায় অংশ নিতে যাওয়া কূটনীতিকদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ অন্তত ৩২ জন কূটনীতিক ও প্রতিনিধিরা। আরও গেছেন রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনা সেমেনোভা, জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনচি, কানাডার হাইকমিশনার অজিত সিং, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগফ্রিড রেংলি। এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিকসহ নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও ভুটানের পররাষ্ট্র এবং বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ ও মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদসহ বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস রাষ্ট্রদূত জোরিস ফ্রানসিস্কাস জেরারডাস ভ্যান বোমেল, লিবিয়ার রাষ্ট্রদূত আবদুল মোত্তালিব এস.এম. সোলাইমান, ফিলিপাইন রাষ্ট্রদূত নিনা পাডিলা কেইনগলে, সিঙ্গাপুরের হাইকমিশনার মিচেল লি, প্যালেস্টাইনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিয়াদ এম. হামাদ, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিনহি ব্যাক, মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ. আং কিয়াও মো, ইটালি রাষ্ট্রদূত আলেসান্দ্রো এ্যান্টোনিও, সুইডেন রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স, স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লারা ডে লা পেনা ফেরান্দেজ, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবলো, নরওয়ে রাষ্ট্রদূত হাকন অ্যারাল্ড গুলব্রানসেন, ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডিয়াস ফেরেস, মরক্কো রাষ্ট্রদূত মজিদ হালিম, ইরানের রাষ্ট্রদূত মানসোলর ছাভোশি, আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দেল উহাব সাইদানি, ব্রুনাই হাইকমিশনার হাজি হ্যারিস বিন ওসমান, থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াডিয়ুপ, কাতারের রাষ্ট্রদূত সারায়া আলি এম.এস. আল-কাহতানি, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, মালয়েশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ফারিদ আবু হাসান ও হাইকমিশনাররা জানাযার সময় উপস্থিত ছিলেন। কূটনীতিকদের পাশাপাশি বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সিমোন লসন পার্চমেন্টও জানাযায় অংশ নেন। এছাড়াও ইসলামিক
তারেক রহমানের সঙ্গে নেপাল-ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল। বিএনপির মিডিয়া সেল জানায়, গতকাল বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল। বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় শোক জানাতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।