মুন্সীগঞ্জ সংবাদদাতা : অর্থের অভাবে চিকিৎসা থেমে গেছে কিডনি রোগে আক্রান্ত মো: জবে আলমের (৬০)। স্বামীর চিকিৎসার টাকা যোগাড়ে দ্বারে দ্বারে ঘুরছেন বৃদ্ধ স্ত্রী সুরাইয়া বেগম। পরিবারে যেখানে নুন আনতে পান্তা ফুরার অবস্থা, সেখানে স্বামীর কিডনি পরিবর্তনের এত টাকা যোগাড় নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার শ্যামসিদ্ধি ইউনিয়নের উত্তর সেলামতি বড়পাড়া গ্রামের মৃত দুর্জন আলী হাওলাদারের ছেলে মো: জবে আলম (৬০)। চিকিৎসার খরচ প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন হলেও তাদের নিজের শেষ সম্বল জমি বিক্রি করলে মাত্র ৪/৫ লাখ টাকা জোগাড় করা সম্ভব হবে।

কিডনি রোগে আক্রান্ত জবে আলম স্থানীয় উত্তর সেলামতি বড়পাড়া মাদ্রাসার সামনে সিঙ্গারা-পুড়ি-পরাটা বিক্রি করে কোনোমতে সংসার চালান। বর্তমানে অভাবের তাড়নায় তার ব্যবসাও থেমে গেছে। ওষুধ খেতে হয় প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা লাগে। জবে আলমের ছেলে সাইফুল আলম বাপ্পি এতদিন কিছু খরচ চালালেও প্রবাসে ধরা খেয়ে দেশে ফিরে বর্তমানে বেকার, এছাড়া তারও আলাদা সংসার রয়েছে। বাবার চিকিৎসা ব্যয় চালাতে ইচ্ছা থাকলেও অর্থনৈতিকভাবে অক্ষম তিনি। অসুস্থ জবে আলম পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন স্থানীয় মসজিদে। বর্তমানে ইবাদাত বন্দেগির মাধ্যমে শুধু আল্লাহকে ডাকছেন তিনি।

জানা গেছে, গত এক সপ্তাহ আগে হঠাৎ জ্বর আসে তার। এরপর বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও জ্বর ভালো হয়নি। পরে এক আত্মীয়ের সহায়তায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পরীক্ষা-নীরিক্ষা করে দেখা যায় তার দুই কিডনিই বিকল। এরপর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিস ও কিডনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হাসান জানিয়েছেন, তার দুইটি কিডনি অকেজো হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে তার কিডনি পরিবর্তন করতে হবে।

পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিটিকে সুস্থ করে তুলতে এই মুহূর্তে আমাদের প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন। আমাদের শেষ সম্বল অল্প জমি রয়েছে, সেটি বিক্রির কথা চলছে, এখন পর্যন্ত সেই জমির মূল্য হিসেবে ৪/৫ লাখ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। বাকি চিকিৎসা ব্যয়ের যোগান দিতে দেশ ও বিদেশের বিত্তবানদের কাছে অনুরোধ করছি আমার স্বামীর পাশে দাঁড়ানোর জন্য।

যোগাযোগ : [০১৭৭৯২-৯৫৪৫৬ (জবে আলম) এবং ০১৯১০১৮৭৫৩৮ (রিফাত) ] বিকাশ : [০১৭৭৯২-৯৫৪৫৬] ইসলামী ব্যাংক বাংলাদেশ, কলেজ গেট শাখার অ্যাকাউন্ট নং : [Account No : 20504350201095700]