বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
আজ রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।
উৎপত্তিস্থল ভারতের আসাম বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটি গৌহাটির ৮৩ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সমতলের ৩৫ কিলোমিটার গভীরে।
ইএমএসসির তথ্য মতে, এটির কারণে ভারত-বাংলাদেশের পাশাপাশি কেঁপেছে নেপাল, ভুটান, মিয়ানমার ও চীন।
সিলেট নগরের জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী সোহেল আহমদ বলেন, ঘটনার সময় অফিসে কর্মরত ছিলাম। হঠাৎ কম্পন শুরু হলে বসার চেয়ার সরে যাচ্ছিল। পরে বুঝতে দেরি হয়নি ভূমিকম্প হয়েছে।
সরেজমিন দেখা গেছে, ভূমিকম্প চলাকালে সিলেটে হালকা বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেও কম্পন অনুভূত হওয়ায় লোকজন মার্কেট, শপিংমল ও বাসাবাড়ি থেকে বের হতে শুরু করেন।
অনেকে ভূমিকম্পের অনুভূতি পাননি। ভূমিকম্পে ক্ষয়ক্ষতিরও কোনো খবর মিলেনি।