জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে আজ মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিল করবে বিএনপি। গতকাল সোমবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একদিনের এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি বিএনপি অত্যন্ত বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে এই দিনটি। এবার ২৫ ফেব্রুয়ারি সরকারের পক্ষ থেকে জাতীয় শহীদ সেনা দিবস পালন করার ঘোষণা দেয়া হয়েছে। জাতীয়ভাবে এই দিবসটি পালনে সরকারের ঘোষণার প্রতি বিএনপি সমর্থন জানাচ্ছে। এতোদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা তাদের কৃত অপকর্ম ঢেকে রাখার জন্য এই দিবসটিকে আড়াল করে রাখার চেষ্টা করেছে। এই দিবসটি উপলক্ষে বিএনপির ঢাকায় যেমন কর্মসূচি রয়েছে সকালে বনানী সেনা কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেখানে দোয়া অনুষ্ঠান হবে এবং একই সঙ্গে সারাদেশে জেলা-মহানগরে বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে।
আলোচনা সভাটি হবে বিকাল সাড়ে তিনটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে।
২০০৯ সালের ২৫ ফেব্রয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ ঘটনায় সেনাবাহিনীর ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তা নিহত হন।
রিজভী বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনার সেনা তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি, ওই সময়ের রিপোর্টে স্পষ্টভাবে জানা গেছে যে, ওই নৃশংস হত্যাকা-ের পেছনে তৎকালীন যারা ক্ষমতাসীন এবং তাদের আন্তর্জাতিক প্রভুরা এর মধ্যে সম্পৃক্ত থাকতে পারে। এই কারণে বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে। জনগণের কাছে প্রকৃত কি অবস্থা হয়েছে সেটা জানানো হয়নি। তার আগে ৭২-৭৫ এর সেনাবাহিনীর একটা কাউন্টার ফোর্স হিসেবে রক্ষী বাহিনীকে আওয়ামী ফ্যাসিবাদের রক্ষক হিসেবে তৈরি করা হয়েছে সেই জায়গায় থেকে নানা ষড়যন্ত্র চক্রান্তের পরে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি এই হত্যাকা- ঘটনা ঘটানো হয়েছিলো। এটা ছিলো দেশী এবং বিদেশী মাস্টার প্ল্যানড।
২৫ ফেব্রুয়ারি ঘটনায় চৌকস সেনা কর্মকর্তাদের পরিবারের প্রতি দলের পক্ষ থেকে সমবেদনাও জানান রিজভী।
একটি দল সুযোগ পেলেই
বিএনপিকে ছুরিকাঘাতের
চেষ্টা করে
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা ১৯৭১ সালের পরবর্তী নিষিদ্ধ ছিল, তারা জিয়াউর রহমান উদারতায় রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন। সেই দলটি যখনি সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে। গতকাল সোমবার দুপুরে পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জুলাই-আগস্ট গণ-আন্দোলনে নিহত চালকদের পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেন জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল।
ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনের সাংবাদিক সম্মেলনে ছাত্রদলকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির বলে- ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছি। কে কখন নিষিদ্ধ হয় আমরা জানি না। এখন ছাত্রলীগ নিষিদ্ধ কিনা আমরা জানি না। ছাত্রশিবিরকেও আমরা নিষিদ্ধ হতে দেখেছি একসময়।