নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকে উৎসাহিত করতে ডেসকো’র সৌরশক্তি উৎপাদনের উদ্যোগকে স্বাগত জানাই। আগারগাঁও বিডা ভবনের ছাদে ১৫০ কি:ওয়াট সৌর বিদ্যুৎ প্যানেল বসানোর মধ্য দিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিদ্যুৎ বিভাগের পরিকল্পনাকে আরো ত্বরান্বিত করবে। পরবর্তীতে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানসমূহ এখান থেকে উৎসাহিত হবে বলে মন্তব্য করেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। গতকাল বুধবার আগারগাঁও বিডা ভবনের কনফারেন্স হলে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা’র) মধ্যে আগারগাঁও বিডা ভবনের ছাদে ১৫০ কি:ওয়াট সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ডেসকো’র পক্ষে প্রকৌঃ মোহাম্মদ কামরুজ্জামান, কোম্পানি সচিব (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এবং বিডা’র পক্ষে মো. মারুফুল আলম, পরিচালক (উপসচিব) ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট। এসময় উপস্থিত ছিলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ এনডিসি, পিএসসি (অবঃ)। ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন,’ নবায়নযোগ্য জ্বলানি ব্যবহারে দক্ষিন এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক নীচে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিদ্যুৎ সচিব মহোদয়ের নির্দেশনাক্রমে আমরা নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন উল্লেখযোগ্যহারে বৃদ্ধি করতে চাই। সমঝোতা স্মারকের মেয়াদ ২০ (বিশ) বছর হবে এবং এটি স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হবে। এই মেয়াদ শেষ হলে বিডা ও ডেসকো উভয় পক্ষের সম্মতিতে তা আরও বৃদ্ধি করা যাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ হতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এই প্রেক্ষাপটে, ডেসকো উপযুক্ত ক্ষমতার সোলার সিস্টেম (সোলার প্যানেল, আনুষঙ্গিক সরঞ্জাম) ও প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন, পরিচালন এবং সংরক্ষণের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী এবং বিডা বিনিয়োগ ভবনের ছাদ সৌর বিদ্যুতের প্যানেল ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম স্থাপনের জন্য ডেসকোকে ব্যবহার করতে দিতে আগ্রহী। তাই ডেসকো ও বিডা পারস্পরিক সুবিধাজনক ব্যবস্থার মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে সম্মত হয়েছে।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ডেসকো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী শাহরিয়ার পারভেজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য (ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম) মো. মোখলেসুর রহমান (অতিরিক্ত সচিব), ডেসকো’র নির্বাহী পরিচালক (অপারেশন) প্রকৌঃ মো. রশিদুর রহমান, নির্বাহী পরিচালক (প্রকৌশল), অঃ দাঃ প্রকৌ. মো. মনজুরুল হক, নির্বাহী পরিচালক (সংগ্রহ), অঃ দাঃ প্রকৌঃ মো. এনামুল হকসহ বিডা এবং ডেসকো’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।