মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি প্রতিষ্ঠান—পেন্টা-ওশান লিমিটেড এবং টিওএ করপোরেশনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বহুল প্রতীক্ষিত এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ৩০০ কোটি টাকা।

মঙ্গলবার (২২ এপ্রিল) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাইকার প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং উভয় জাপানি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) প্রকল্পে অর্থায়ন করছে। গভীর সমুদ্রবন্দর নির্মাণের ফলে বাংলাদেশে প্রথমবারের মতো ১৬ মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারবে, যা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পের কাজ সম্পন্ন হলে এটি হবে দেশের প্রথম পূর্ণাঙ্গ গভীর সমুদ্রবন্দর, যা ভবিষ্যতে চট্টগ্রাম ও মোংলা বন্দরের ওপর চাপ কমাতেও সহায়ক হবে।