পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার ৭ ডিসেম্বর জেলা কৃষি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কৃষি উপদেষ্টা এ কথা জানান।

কৃষি উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম হঠাৎ বেড়েছে। কারসাজি করে ভোক্তা ও কৃষককে ঠকানো হচ্ছে। সংকট নেই। তবুও দাম বেড়েছে।

তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণের জন্য আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এখন দাম স্বাভাবিক হয়ে আসবে। এবার আলু চাষিদের ভর্তুকি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজারে দাম কারসাজির সঙ্গে কোনো কৃষি কর্মকর্তা জড়িত থাকলে তাকে শাস্তি দেওয়া হবে বলেও জানান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।