অগ্রণী ব্যাংক পিএলসি’র বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা ও রমনা কর্পোরেট শাখার ঋণ আদায় ও ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে অগ্রণী ব্যাংকের ঢাকা পশ্চিম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও মহাব্যবস্থাপক (রিকভারি) এ কে এম শামীম রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সার্কেল-২ এর মহাব্যবস্থাপক মো. আবু হাসান তালুকদার। এসময় বক্তারা শ্রেণিকৃত ঋণ আদায়সহ ২০২৫ সালে ব্যাংকটিকে আরো এগিয়ে নিতে আর্থিক সূচকসমূহের অধিক প্রবৃদ্ধি অর্জন, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স বৃদ্ধিসহ গ্রাহকদের অধিক সেবা দেওয়ার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুনাম অর্জনের লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনা দেন। প্রেস বিজ্ঞপ্তি।