পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর চামড়া পাচাররোধে সীমান্তবর্তী এলাকাসমূহে সর্তকতা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রত্যেক জেলা প্রশাসক এতিমখানা, লিল্লাহ বোডিং ও মাদ্রাসার তত্ত্বাবধায়কদের নিয়ে কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে সচেতনতামূলক সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ঈদের দিন দুপুর থেকে সকল মাদ্রাসা, মসজিদ, এতিমখানাসহ বিভিন্ন স্থানে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রম তদারকির জন্য প্রত্যেক জেলায় জেলা প্রশাসনের একটি টিম নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোডিং ও মাদ্রাসায় ৩০ হাজার মেট্রিক টন লবণ বিনামূল্যে বিতরণ করা হবে।

এদিকে, কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির শর্ত আগামী তিন মাসের জন্য শিথিল করা হয়েছে।

কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে নিষ্ঠুরতা পরিহারে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মসজিদের জামাত ও জুম্মা নামাজের খুতবায় সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণে বিষয়ে প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশন সারাদেশে ইমামদের নির্দেশনা দিয়েছে। ঈদের পরে ১৫ দিন পর্যন্ত কাঁচা চামড়া সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধ করতে বাণিজ্য মন্ত্র্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসন মতবিনিময় সভার আয়োজন করছে।

এছাড়া, কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এ সংক্রান্ত যে কোনো সমস্যা, অভিযোগ ও পরামর্শরে জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের হটলাইন নম্বর (০১৬১৭৩৩৮০৬৭) ঈদের দিন সকাল ১১.০০ টা থেকে পরবর্তী তিন দিন ২৪ ঘণ্টা চালু থাকবে।