স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদ বা রোজার বাজার তুলনামূলকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে আমরা বর্তমানে স্বস্তির মধ্যে আছি। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, আমরা ভোক্তাদের অধিকার নিয়ে যত কথা বলি, ততটা কৃষকের অধিকার নিয়ে বলি না। এবার অনেক আলু উৎপাদন হয়েছে। ভোক্তারা অল্প দামে আলু পেলেও কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। তিনি বলেন, আপনারা যদি ঈদ বা রোজার বাজার তুলনামূলকভাবে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন বর্তমানে আমরা স্বস্তির মধ্যে আছি। গতবারের চেয়ে এবার আমাদের সবগুলো ফসল বেশি উৎপাদন হয়েছে। আমাদের কোল্ড স্টোরেজগুলো আলুতে ভরে গেছে। কৃষকের ঘরেও আলু রয়েছে। তিনি আরও বলেন, আমাদের এবার আদা, পেঁয়াজ, ভুট্টার উৎপাদনও বাম্পার হয়েছে। আর সবজির জন্য আমরা ১০০টির মতো কোল্ড স্টোরেজ করে রাখছি। আমরা খাবার আলু এবং বীজের আলু রাখার জন্য আলাদা করে কোল্ড স্টোরেজ করে দিচ্ছি। পরবর্তী সময়ে সবজি ওঠার আগেই আমরা এসব কোল্ড স্টোরেজগুলো বানাব। আমরা প্রায় ৫০০টির মতো ঘর করে দিচ্ছি যাতে চার-পাঁচ মাস এটি সংরক্ষণ করা যায়।
কৃষি
বাজার বিশ্লেষণে আমরা স্বস্তির মধ্যে আছি ------------ কৃষি উপদেষ্টা
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদ বা রোজার বাজার তুলনামূলকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে আমরা বর্তমানে স্বস্তির মধ্যে আছি। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর