শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইলট স্কুল মার্কেট এলাকায় অবস্থিত এক গুদাম থেকে বিপুল পরিমাণ মালিকবিহীন ডিএপি ও টিএসপি সার উদ্ধার করে সাধারণ কৃষকের মাঝে বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী। বৃহস্পতিবার (দুপুরে) কৃষি বিভাগ ও যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব সার জব্দ করা হয়।
অভিযান চলাকালে পাইলট স্কুল মার্কেটের গুদামে মালিকবিহীন অবস্থায় মজুদ রাখা ডিএপি ও টিএসপি সার উদ্ধার করা হয়। একই সঙ্গে উপজেলার খুলুমবাড়িয়া এলাকার আবু দাউদ গোডাউনে অভিযান চালিয়ে শতাধিক বস্তা ইউরিয়া ও এমপি সার জব্দ করা হয়। জব্দকৃত এসব সার সরকারি নির্ধারিত রেটে সাধারণ কৃষকদের মাঝে বিক্রয় ও বিতরণ করা হয়, যাতে কৃষকরা প্রয়োজনীয় সার সহজে ও ন্যায্যমূল্যে সংগ্রহ করতে পারেন।
অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত থেকে পুরো অভিযান তদারকি করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ আরিফুজ্জামান, সেনাবাহিনীর সদস্য ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান, “সরকারি সার অবৈধভাবে মজুদ অথবা কালোবাজারে বিক্রির বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সার সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেওয়াই সরকারের প্রধান উদ্দেশ্য। কেউ এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
এ অভিযানে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, ন্যায্যমূল্যে সার পেয়ে তারা সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারবেন, ফলে ফসল উৎপাদনে সহায়ক হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।