গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুরে অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। রোববার বেলা ১১টায় উপজেলা খাদ্যগুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ওই আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন তিনি।
এসময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওছারুল আলম ও গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা চালকল মালিক সমিতির সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখসহ স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরকারি উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ অভিযানের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মোছাঃ মাসুদা বেগম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, উপজেলা বিএনপির সদস্য সচিব সাহিদুল ইসলাম, ওসিএলএসডি হুমায়ুন কবির, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, মিলার- ইকবাল হোসেন রাজু ও রবিউল আলম বাদশা বকসী প্রমুখ।